বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

অভয়নগরে এক বোটায় ৭টি লাউ

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে সাংবাদিকের বাড়ির আঙ্গিনায় এক বোটায় ৭ টি লাউ ধরেছে। এলাকার উৎসুক জনতা ভিড় করেছে লাউ গাছটি দেখার জন্য।

জানা গেছে, অভয়নগরের কোটা পায়রা গ্রামের মৃত মোশারফ হোসেনের পুত্র সাংবাদিক কামরুল হাসানের বাড়িতে একটি লাউ গাছে এই ঘটনাটি ঘটেছে।

এই বিষয়ে সাংবাদিক কামরুল হাসানের ছোট ভাই তরিকুল ইসলাম বাবলু বলেন, এই লাউ গাছে প্রথমে এক বোটায় ১১টি লাউয়ের জালি ধরেছিল। কিন্তু পরবর্তীতে ৭টি লাউ বড় হয়েছে। বাকি লাউ গুলো নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, এই লাউ দেখতে প্রায়ই লোকজন আমাদের বাড়িতে ভিড় করে।

এ বিষয়ে অভয়নগর কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, এরকম বিষয়টি সচরাচর তেমন ঘটে না। তবে এটি জেনেটিকের কারণে একটি বোটায় একাধিক লাউ ধরতে পারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন