বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কেশবপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে সাপের কামড়ে হানিফ হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ইফতারীর পর বন্ধুদের সঙ্গে উপজেলার সুজাপুর গ্রামের মৎস্য ঘেরের বেড়িতে ঘুরতে গিয়ে এ ঘটনা ঘটে। সে পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার আলাউদ্দিন মোড়লের একমাত্র ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার আলাউদ্দিন মোড়লের ছেলে হানিফ হোসেন সোমবার ইফতারীর পর বন্ধুদের সঙ্গে উপজেলার সুজাপুর গ্রামের মৎস্য ঘেরের বেড়িতে ঘুরতে যায়। সেখানেই বিষধর কোনো সাপ তার বাম পায়ে দংশন করে। বিষয়টি গুরুত্ব না দিয়ে ঘুরাঘুরির এক পর্যায় তার শরীরের অবস্থা অবনতি হলে সঙ্গে থাকা বন্ধুরা তাকে স্থানীয় ওঝা খলিলুর রহমানের কাছে ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যায়। ওই সময় ঝাড়ফুঁকে কোন কাজ না হওয়ায় হানিফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাত ১০ টায় খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

মৃতের চাচাতো ভাই আব্দুল সাত্তার মিন্টু জানায়, হানিফ হোসেন সোমবার ইফতারীর পর বন্ধুদের সঙ্গে উপজেলার সুজাপুর গ্রামের মৎস্য ঘেরের বেড়িতে ঘুরতে গেলে বিষধর সাপ তার বাম পায়ে দংশন করে। তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে বালিয়াডাঙ্গা গ্রামের ওঝা খলিলুর রহমানের কাছে নিয়ে যায়। ওঝার ঝাড়ফুঁকে কোন কাজ না হওয়ায় সেখানেই হানিফ হোসেনের শরীরের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। ওঝা খলিলুর রহমান মোবাইল ফোনে জানায়, হানিফ হোসেনকে সম্ভবত রাত পৌন ৯টার দিকে তার নিকট নিয়ে আসে। কিছু সময় পর তার শরীরের অবস্থা অবনতি হলে খুলনা ২৫০ বেড হাসপাতালে বা অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন