বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি

যশোরে ব্যবসায়ী টিপু সরদারকে (৪৫) গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টার দিকে শহরতলীর শেখহাটি ক্লাব মোড়ে এ হামলার ঘটনাটি ঘটে।

গুরুতর অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেছেন। টিপু সরদার শেখহাটি গ্রামের নাজির সরদারের ছেলে।

আহত টিপুর স্ত্রী বিথি বেগম বলেন, ছোট শেখহাটি গ্রামের তরিকুলের সাথে টিপুর বিরোধ ছিল। এরই জের ধরে এদিন শেখহাটি ক্লাব মোড়ে তরিকুল ও তার সহযোগীরা টিপুর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে টিপুর গলার বাম পাশে কোপ মারে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, গলায় গুরুতর জখম অবস্থায় টিপুকে প্রথমে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন