সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি

যশোরে ছাত্রদল সরকারি এমএম কলেজ শাখার সদস্য সচিব নূর ইসলাম রুবেলকে (২৬) এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রুবেল শহরের ষষ্ঠিতলাপাড়ার নওশের আলীর ছেলে।

বুধবার (২৮ এপ্রিল) রাত পৌনে নয়টার দিকে শহরের জিলা স্কুল ক্যাম্পাসে আরিফ, পারভেজ ও রাজ্জাক নামে তিন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের আটকের দাবিতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করেছে।

রুবেলের বাবা নওশের আলী বলেন, রুবেল যশোর এমএম কলেজে মাস্টার্সের ছাত্র। এদিন রাত পৌনে নয়টার দিকে বাড়ির পাশে জিলা স্কুলের ফাঁকা মাঠে সে বসে ছিল। এসময় রুবেলকে শংকরপুর এলাকার আরিফ, রাজ্জাক ও পারভেজ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় বিশ্বাস বলেন, রুবেলের মাথা, ঠোঁট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। অভিযোগ দিলে মামলা হবে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন