বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কালীগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

যশোর প্রতিনিধি

যশোর-ঝিনাইদহ সড়কের কালীগঞ্জ উপজেলার নীমতলা বাসস্ট্যান্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী ইসরাইল হোসেন (৬৬) নিহত হয়েছেন। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার চাপালী গান্ধা রোড গ্রামে। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, কাঁচামাল ব্যবসায়ী ইসরাইল এদিন সকালে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে নীমতলা বাজারে যান। এসময় বাজারে রাস্তা পার হবার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন