বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

স্বাস্থ্যবিধি অমান্য করায় কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কেশবপুর প্রতিনিধি

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার কেশবপুর পৌর শহরে বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল্লাহ হোসেনকে ২০০ টাকা, ওজিয়ার রহমানকে ২০০ টাকা, শাহাদাৎ হোসেনকে ৫০০টাকা, মাসুম বিল্লাহকে ২০০টাকা, অনুপ সেনকে ২০০ টাকা, শামীম হোসেনকে ২০০ টাকা ও মিঠু হোসেনকে ৫০০টাকা জরিমান করা হয়। সর্বমোট ৮ টি মামলার বিপরীতে দুই হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন