যশোর পৌরসভায় অনুষ্ঠিত গত ৩১ মার্চ নির্বাচনে হায়দার গণি খান পলাশকে মেয়র ও অন্য ১২ জন ওয়ার্ড কাউন্সিলরের নাম উলেখ করে গেজেট প্রকাশিত হয়েছে। ৪ এপ্রিল রোববার বাংলাদেশ নির্বাচন কমিশন এ গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশন সচিবালয়ের দেয়া ওই গেজেটে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৪৩ দ্রষ্টব্য উলেখ করা হয়েছে।
প্রকাশিত গেজেটের তালিকা অনুযায়ী নবনির্বাচিত মেয়র হায়দার গণি খান পলাশ। ওয়ার্ড কাউন্সিলরা হলেন, এক নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আইরিন পারভিন, দু’ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নাসিমা আক্তার জলি, তিন নম্বর সংরক্ষিত ওয়ার্ডে রোকেয়া পারভীন ডলি, এক নম্বর সাধারণ ওয়ার্ডে সাহিদুর রহমান, দু’ নম্বর ওয়ার্ডে শেখ রাশেদ আব্বাস রাজ, তিন নম্বর ওয়ার্ডে শেখ মোকছিমুল বারী, চার নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেন, পাঁচ নম্বর ওয়ার্ডে রাজিবুল আলম, ছয় নম্বর ওয়ার্ডে আলমগীর কবির সুমন, সাত নম্বর ওয়ার্ডে শাহেদ হোসেন নয়ন, আট নম্বর ওয়ার্ডে প্রদীপ কুমার নাথ বাবলু ও নয় নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান।
জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুর কবিরের বরাত দিয়ে এ গেজেট প্রকাশ করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম