বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

মণিরামপুরে নিখোঁজ নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে দেবী টিকেদার (৩৬) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কুচলিয়া গ্রামের মুকুন্দ সরদারের ঘেরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বুক, থুতনি ও হাঁটুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা গ্রামবাসীর।

দেবী টিকেদার কুচলিয়া গ্রামের দিনমজুর পীযূষ টিকেদারের স্ত্রী। ওই দম্পতির ১২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন দেবী টিকেদার। সোমবার সকাল সাতটার দিকে গ্রামবাসী বাড়ির অদূরে ঘেরের পাড়ে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, গৃহবধূকে কারা কি কারণে হত্যা করেছে পুলিশ তার তদন্ত শুরু করেছে। তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না সেটা ময়নাতদন্তের পরে জানা যাবে। এ ঘটনায় কেউ আটক হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন