বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কেশবপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে এক ঘের ব্যবসায়ীর মাছের ঘেরে বিষ প্রয়োগে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ঘের ব্যবসায়ী আজিবর রহমান শুক্রবার কেশবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে জিডি করেছেন। যার নং: ৪৯, তারিখ: ০২/০৪/২০২১।

কেশবপুর থানায় জিডি সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার মধ্যকুল গ্রামের সামছুর রহমান খার ছেলে আজিবর রহমান (৩৩) পৌর এলাকার ৭৫ নং মধ্যকুল মৌজা লক্ষীখোলা বিলে কৃষকদের কাছ থেকে ৫০ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা কে বা কারা ঘেরের ভেতর বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগ করায় ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়েছে। আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি হয়। বিষয়টি দেখে আজিবর রহমান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে জিডি করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন