বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কেশবপুরে কেন্দ্রীয় কর্মসুচি পালনে পুলিশের বাঁধা

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে যুবদল ,স্বেচ্চাসেবকদল ও ছাত্রদলের দেশ ব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসুচি পালন করতে দেয়নি থানা পুলিশ। বিকেলে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। সমবেত হলে পুলিশ মিছিলে বাধা দেয়।মিছিলের আয়োজন পন্ড হয়ে যায়।

কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রাানা বাবু জানান, কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হলে পুলিশ বাঁধা দেয়ায় মিছিল করা সম্ভব হয়নি।

অপরদিকে বিএনপির জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিচশ্বাস জানান, পুলিশ যুবদল , স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ সেখানে বাধা দেয়ায় মিছিল করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন