অভয়নগরে চাঁদার টাকা না দেয়ায় হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মো. নাজমুল হোসেন শেখ।
সংবাদ সম্মেলনে তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, কোটা গ্রামের বাবুল শেখের ছেলে মো: হুসাইন শেখকে চাকুরি দেয়া বা কোনো বিষয়ে আমি টাকা গ্রহণ করিনি। হুসাইনকে চাকরি দেওয়ার বিষয়টি সত্য নয়। তাকে চট্টগ্রামের হালি শহরে আটকে রেখে নির্যাতন, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাটি বানোয়াট। হুসাইনসহ তাদের কয়েক সহযোগী আমার নিকট মোবাইলে চাঁদা দাবি করে আসছে। আমি একজন অল্প শিক্ষিত মানুষ, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকি।
তিনি আরো বলেন, একই গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে ও বাবুল শেখের ছেলে হুসাইন শেখ চট্রগ্রামের হালি শহর ক্যান্টমেন্টে ৪ নং ইউনিটে প্রশিক্ষণরত ছিল। প্রশিক্ষণ চলাকালে হুসাইন অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে হুসাইন মোবাইল ফোনে তাঁর বাবাকে বলে দ্রুত আমাকে বাড়ি নিয়ে না আসলে আমি আত্মহত্যা করব। নিরুপায় হয়ে তাঁর বাবা চট্রগ্রামে গিয়ে ছেলেকে বাড়ি নিয়ে আসেন। এরপর থেকে শুরু হয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। গ্রামের একটি দুষ্টু চক্রকে সাথে নিয়ে হুসাইনের বাবা বাবুল শেখ আমার বিরুদ্ধে গত বৃহস্পতিবার (২৫ মার্চ) বানোয়াট সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে আমাকে প্রতারক বানানো হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
পরবর্তীতে কোটা গ্রামের গোলাম রসুল নামে এক ব্যক্তি বাবুল শেখের সঙ্গে আমার মিমাংসা করিয়ে দেওয়ার কথা বলে মোবাইলে লাখ টাকা চাঁদা দাবি করেন। ধার্যকৃত টাকা না দেওয়ায় প্রথমে হুমকি ও পরে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে চক্রটি। আমি এই দুষ্টু চক্রের বিরুদ্ধে তদন্তপূর্বক বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, নাজমুলের মামা রফিকুল ইসলাম, চাচা জামাল মোল্যা, ফুফাতো ভাই ইজাজুল ইসলাম, পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী, পল্লী চিকিৎসক নাসির হায়দার।
খুলনা গেজেট/এনএম