সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত একলাস বিশ্বাসের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে নেহালপুর ক্যাম্প পুলিশ। নিহতের পরণে একটি আকাশি রঙের ট্রাউজার ছিল।

লোকটি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে পুলিশের ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন।

নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত বলেন, পাঁচাকড়ি এলাকার আড়পাতা বিলে পবিত্র বিশ্বাসের একটি মৎস্য ঘের রয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে বিলে কাজ করতে যাওয়া লোকজন ওই ব্যক্তিকে সেই ঘেরের পাড়ে বসে থাকতে দেখেন। পরে বিকেল পাঁচটার দিকে ঘেরের পাশে একটি ধানক্ষেতে ওই ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে সোজা করে দেখেন তিনি মারা গেছেন। চেয়ারম্যান বলেন, লোকটির বাড়ি আমার এলাকায় নয়। তাকে এখানকার কেউ চেনেন না।

নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান জানান, সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত লোকটিকে গ্রামের পবিত্র বিশ্বাসের ঘেরের পাড়ে বসে থাকতে দেখেছেন স্থানীয়রা। যেখানে বসে ছিলেন ঠিক সেখানে ধানক্ষেতে বিকেল পাঁচটার দিকে লোকটিকে মরে পড়ে থাকতে দেখা গেছে।

এসআই আতিকুজ্জামান বলেন, নিহতের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে লোকটির মৃত্যু হয়েছে। তার পরিচয় মেলেনি। মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন