বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কেশবপুর প্রতিনিধি

বুধবার সন্ধ্যায় কেশবপুর-ত্রিমোহিনী সড়কের ভোগতী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি কেশবপুর উপজেলার ফতেপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে। দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা একই উপজেলার কাস্তা গ্রামের শামসুর রহমান দফাদার গুরুত্বর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী বলেন, মনিরুজ্জামানকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় জরুরী বিভাগেই মারা যান। আহত শামসুর রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে স্বজনরা খুলনায় নিয়ে গেছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন