বিএনপির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে নওয়াপাড়া পৌরসভার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বুধবার আওয়ামী লীগের ২ জন বিদ্রোহী মেয়র প্রার্থী এবং ৪ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহারকারীরা হলেন, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী রবিন অধিকারী ও ফারুক হোসেন এবং কাউন্সিলররা হলেন, ৩নং ওয়ার্ডের এসএম রফিকুজ্জামান টুলু, ৪নং ওয়ার্ডে আব্দুল মজিদ শেখ, ৫নং ওয়ার্ডে মারুফুজ্জামান ও ৯নং ওয়ার্ডে ইসরাইল সরদার।
আসন্ন এ নির্বাচনে মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৬৬ জন প্রার্থী আগামী ১১ এপ্রিল নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র পদপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার দাস, জাতীয় পাটি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতিকের আলমগীর ফারাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের এইচএম মহসিন।
সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন । প্রার্থীরা হলেন, আসন-১ রত্না বেগম, মোছাঃ আসমা বেগম, রোকেয়া বেগম ও মোছাঃ সামছুন্নাহার। আসন-২ মোছাঃ তহমিনা বেগম, মোছাঃ শিরিনা বেগম, মোছাঃ রুকসি বেগম ও সুলতানা আরেফা মিতা। আসন-৩ মোছাঃ জাহানারা বেগম, মোছাঃ রাশেদা বেগম ও লাবনি আক্তার।
এছাড়া সাধারণ আসনের কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে তানভির হোসেন তানু, আব্দুল গফ্ফার বিশ্বাস, বিপ্লব হোসেন মোল্যা, আবুল হোসেন, আলতাফ হোসেন, নূর ইসলাম ও আব্দুল হামিদ মোল্যা, ২নং ওয়ার্ডে মোস্তফা কামাল, শেখ ওয়াদুদ, সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন মোল্যা ও মোস্তফা কামাল মাষ্টার, ৩নং ওয়ার্ডে আব্দুর রউফ মোল্যা, রফিকুল ইসলাম মজুমদার, মফিজুর রহমান, জাকির হোসেন, মতিয়ার রহমান মজুমদার ও তালিম হোসেন, ৪নং ওয়ার্ডে আব্দুস সালাম, আজিম শেখ, মালেক হাওলাদার, জিয়াউদ্দিন পলাশ ও মেহেদী হাসান, ৫নং ওয়ার্ডে কাজী মশিয়ার রহমান, আক্তার উদ্দিন, আমির হোসেন ও মিজানুর রহমান মোল্যা, ৬নং ওয়ার্ডে লুৎফর রহমান বিশ্বাস, এম ছামাদ খান, মোর্কারম শেখ, মোস্তাক হোসেন, ইমরান সরোয়ার, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সম্রাট হোসেন বাবু ও বায়েজিদ হোসেন, ৭নং ওয়ার্ডে মোজাফ্ফর হোসেন, আকরাম হোসেন ফারাজী, জোবায়ের বিশ্বাস, সরদার মশিয়ার রহমান, বুলবুল আহমেদ হান্নান, মুন্সী আব্দুল মাজেদ, রেজাউল ইসলাম, রিফাত হোসেন ও সাগর গাজী, ৮নং ওয়ার্ডে রজিবুল ইসলাম, মুজিবর রহমান, আয়েতুল্লাহ খোমেনী, বিপুল শেখ ও আসাদ বিশ্বাস, ৯নং ওয়ার্ডে আব্দুল গফ্ফার তরফদার, সমশের আলম, শফিকুল ইসলাম, এনামুল হক, মিজানুর রহমান ও খায়রুল সরদার।
আগামী ১১ এপ্রিল রোববার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় ৬৩ হাজার ১শ’৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহন করছেন না।
খুলনা গেজেট/এমএইচবি