যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিদেশি পিস্তল ও গুলিসহ মাসুদ রানা (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরতলীর বিরামপুর থেকে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে রাত পৌনে বারোটার দিকে সদর উপজেলার এনায়েতপুর গ্রামে তার শ্যালক মহিদুলের বাড়ির আমগাছের গোড়া থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। আটক মাসুদ রানা শহরতলীর বিরামপুর গ্রামের সামছুল হকের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাশ জানান, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার অভিযানে শহরতলীর বিরামপুর এলাকা থেকে সোমবার রাত সাড়ে আটটার দিকে মাসুদ রানা নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার শ্যালক মহিদুল জেলে থাকায় একটি বিদেশি পিস্তল মাসুদ রানার নিকট রেখে দেয়। এরপর তিনি ওই পিস্তলটি সদর উপজেলার এনায়েতপুর গ্রামে শ্যালক মহিদুলের বাড়ির পাশের আম গাছের গোড়ায় পুতে রাখেন। এখান থেকে ডিবি পুলিশ পিস্তলটি উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
খুলনা গেজেট/কেএম