সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ব্যাংকের গ্রাহক টার্গেট করে টাকা লুটকারী মনির আটক

যশোর প্রতিনিধি

ব্যাংকের সামনে থেকে কৌশলে গ্রাহকের টাকা চুরি করা পেশা মনির হোসেনের। বিশেষ করে যেসব গ্রাহক পিঠে ঝোলানো ব্যাগে টাকা নিয়ে ব্যাংকে আসেন তাদেরই টার্গেট করেন তিনি। যশোরে এমন এক টার্গেটের ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে ধরা খেয়েছেন মনির।

রোববার দুপুরে শহরের মিস্ত্রিখানা রোডে ব্র্যাক ব্যাংকের সামনে থেকে গোয়েন্দা সংস্থার এক সদস্য তাকে হাতেনাতে ধরে ফেলেন। আটক মনির হোসেন ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায়ও এ সংক্রান্ত মামলা রয়েছে।

যশোর সদর উপজেলার তেজরোল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন অভিযোগ করে বলেন, আমি আমার মামা মোস্তফার রড সিমেন্টের ব্যবসা দেখাশোনা করি। এদিন দুপুর ১২টায় ডাচ বাংলা ব্যাংক থেকে ছয় লাখ ৮৫ হাজার টাকা তুলে একটি ব্যাগে করে নিয়ে আসি পূবালী ব্যাংকে জমা দিতে। ব্র্যাক ব্যাংকের সামনে এসে পৌছালে মনির হোসেন তার অপর এক সহযোগীকে নিয়ে আমার ব্যাগের চেইন খুলে টাকা তুলে নেয়। এসময় আমার চিৎকারে কয়েকজন ছুটে এসে তাকে আটক করে।

যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনার সময় অদূরে দাঁড়ানো যশোর ডিএসবি শাখার আমিনুর রহমান নামে এক সদস্য বিষয়টি দেখেন এবং তিনি দৌড়ে গিয়ে মনির হোসেনকে হাতেনাতে আটক করেন। এরপর তাকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করেন।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছে সে দীর্ঘদিন ধরে এ ধরণের কাজ করে আসছে। এর আগে ঢাকায়ও সে একইভাবে ব্যাংকের সামনে থেকে গ্রাহকদের টাকা লুট করে নিতো। ওসি বলেন, তার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় মামলা রয়েছে। আজকের ঘটনায় যশোর কোতোয়ালী থানায়ও মামলা দায়ের হবে।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন