স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন কর্মসূচী বাস্তবায়ন লক্ষ্যে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করা হয়।
নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, থানার অফিসার্স ইনচার্জ জসিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
সভায় ২৭ ও ২৮ মার্চ দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এর মধ্যে র্যালি ও উদ্বোধন, আলোচনা সভা উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শণী, বিভিন্ন উন্নয়নের তথ্য উপাত্তসহ সকল দপ্তরের পক্ষে স্টলের আয়োজন, তরুনদের জন্যে জাতীর পিতার জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শণী, স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্য সমৃদ্ধ চিত্র ভিডিও প্রদর্শণী, রূপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিষয়ক সেমিনার, উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনা গেজেট/এনএম