খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেলের ধাক্কায় ক্ষুদ্র ব্যবসায়ী নিহত, চালক আটক

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সাত্তার (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ঘুঘুরাইল গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

স্থানীয় জনতা মোটরসাইকেল চালক উপজেলার খড়ি গ্রামের মৃত মোকাম সরদারের ছেলে কামরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। গত বুধবার রাত ৮টার দিকে ঘুঘুরাইল চাতাল মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮মার্চ)এ ঘটনায় নিহতের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে মোটরসাইকেল চালক কামরুল ইসলামকে আসামী করে  মণিরামপুর থানায় মামলা দায়ের করেন (যার নং-২৫)।

স্থানীয় শিক্ষক মুজিবুর রহমানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দরিদ্র পাপরভাজা বিক্রেতা আব্দুস সাত্তার পাকাসড়ক পার হয়ে এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কাদিলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এসআই প্রসেনজিৎ কুমার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোটরসাইকেল চালককে আসামী করে মামলা দায়ের করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!