সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

গদখালিতে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

যশোর প্রতিনিধি

যশোর-বেনাপোল মহাসড়কের গদখালীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদুর রহমান নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী শাহাজান।

মঙ্গলবার ( ১৬ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালি কালীবাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আসাদুর রহমান (৩৭) শার্শা উপজেলার গোগা পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে যশোর থেকে বাগআঁচড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে গদখালি কালিবাড়ি এলাকায় পৌঁছালে যশোরগামী একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদুর রহমান নিহত হন। আহত হন তার সঙ্গী শাহাজান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, ট্রাকটি ধরতে খবর পেয়ে তৎক্ষনিক ঝিকরগাছা ও যশোর চাঁচড়ামোড় এলাকায় পুলিশ চেকপোস্ট বসায়। তবে ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন