যশোরের ঝিকরগাছার জয়কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিন, দরজা-জানালা চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত শনিবার গভীর রাতে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে জয়কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখাগেছে, ২০০১ সালে প্রতিষ্ঠিত উক্ত বিদ্যালয়ের পুরাতন টিনসেডের ভবনটি ভেঙ্গে উল্লেখিত স্থানে প্রায় একবছর পূর্বে নতুন ভবন নির্মানকাজ শুরু হয়। এসময় পুরাতন ভবনের এ্যাঙ্গেল, টিন, দরজা-জানালা দিয়ে স্কুল মাঠে শিক্ষার্থীদের ক্লাসের জন্য অস্থায়ী ঘর তৈরী করা হয়। এদিকে শনিবার গভীর রাতে স্থানীয় একদল দূর্বৃত্ত অস্থায়ী ক্লাস রুমের টিন, জানালা-দরজা খুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালিন পাকা বিল্ডিংসহ এ্যাংগেলের চালের উপর ২৬ বান টিন, ১৯টি জানালা ও ৪টি দরজা লাগানো হয়েছিল। এদিকে স্কুলের মালামাল চুরির খবর পেয়ে ওই গ্রাম থেকে সোমবার বেশ কয়েকবান টিন উদ্ধার করা হয়েছে বলে প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি মহসিন রেজা জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মালামাল চুরির ঘটনা স্বীকার করে বলেন, উল্লেখিত মালামাল বিক্রী করে স্কুল আঙ্গিনায় একটি মঞ্চ তৈরীর কথা রয়েছে। তবে চুরি হওয়ার পরদিন বিষয়টি সহকারী শিক্ষা অফিসার রেহানা বানুকে অবহিত করলেও থানায় কোন অভিযোগ হয়নি বলে জানান তিনি।