সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে ৪ পিচ সোনারবার সহ পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি

বেনাপোল সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে ৪৪৩ গ্রাম ওজনের ৪ পিচ সোনারবার ও একটি মোটরসাইকেলসহ আব্দুল জলিল (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার( ১৪ মার্চ) বিকালে আমড়াখালী বিজিবি সদস্যরা বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে সোনার এ চালানটি আটক করে । আটককৃত আব্দুল জলিল ছোট আঁচড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোটরসাইকেল যোগে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ সোনার একটি চালান যাবে। এমন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন মোটরসাইকেল অারোহি আব্দুল জলিলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় ৪ পিচ সোনারবার পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে । উদ্ধারকৃত সোনার সিজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানান তিনি।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন