বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার সকালে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের সীমান্ত মেইন পিলার ১৮ এবং টি পিলার ৪৫ এর নিকট থেকে আরিফ হোসেন (২৫) কে আটক করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক আরিফ সাদিপুর গ্রামের রববুল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, মাদক পাচারের গোপন সংবাদে সাদিপুর সীমান্তের পোতা পোষ্টের কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৯৮ বোতল ফেনসিডিল সহ আরিফকে আটক করা হয়। তবে এসময় তার সহযোগীরা সুযোগ বুঝে পালিয়ে যায়।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম