যশোরের মণিরামপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম.পি বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইতিহাস সৃষ্টিকারী। সে কারণে ইউনেসকো এ ভাষণটি বিশ্ব ঐতিহ্য প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর ভাষণের পর বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান শোষকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বীর বাঙ্গালী অস্ত্রহাতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় রবিবার (৭ মার্চ) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, এ্যাড. বশির আহমেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মোড়ল, সাবেক চেয়ারম্যান জিএম মজিদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাজী মোহাম্মদ আলী, মাস্টার মশিয়ূর রহমান, শামছুল হক মন্টু, মাস্টার জহুরুল ইসলাম, মনিরুজ্জামান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
খুলনা গেজেট/কেএম