বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে ইউপি চেয়ারম্যান আতিয়ারের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। রোববার সকাল ৬ টার দিকে তিনি ধুলিয়ানী ইউনিয়নের রামভাদ্রপুর নিজগ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, বাবা-মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রায় দুই বছর যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সার ধরা পড়ার পর তিনি ভারতের ভেলোরে চিকিৎসা নেন। এরপর চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আতিয়ার রহমান ২০১৬ সালের ৪ জুনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধুলিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাবা দীর্ঘদিন ইউপি সদস্যের দায়িত্ব পালন করেন।

এদিকে, আতিয়ার রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজান কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌরমেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন