বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

ঝিকরগাছায় কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে ১৫ বছরের অবিবাহিত এক কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে৷ এ ঘটনায় নুর ইসলাম গাজী নামে এক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযুক্ত নুর ইসলাম গাজীকে (৬৫) আটক করেছে। তার বাড়ি মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামে।

মামলায় বলা হয়েছে, সাত মাস আগে ওই কিশোরীকে নুর ইসলাম গাজী ফুঁসলিয়ে বাড়ির পাশে শওকত মুহুরির কাঁঠাল বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখায় নুর ইসলাম। এরপর সে একাধিকবার ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সম্প্রতি কিশোরীর শারীরিক গঠনে পরিবর্তন দেখা দিলে ঘটনা প্রকাশ হয়ে যায়। এরপর তার বাবা বৃহস্পতিবার ঝিকরগাছা থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই নুর ইসলাম গাজীকে আটক করে। কিশোরীর বাবা জানান, নুর ইসলাম গাজী আগেও গ্রামে এ জাতীয় ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন সাংবাদিকদের জানান, ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এখানে দুপুরে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। আসামি নুর ইসলাম গাজীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন