শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে অগ্নিকান্ডে সাত দোকান ভস্মিভূত

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে অগ্নিকান্ডে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে, কী কারণে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।

স্থানীয়রা জানান, পতেঙ্গালীর আমতলার মোড়ের কয়েকটি দোকানে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে। এ আগুনে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে। দোকানগুলো হলো, ওসমানের চায়ের দোকান, তৌফিকুল ইসলাম মিলনের ভাংড়ির দোকান, রবিউল ইসলাম ও শমসেরের দু’টি ডেকোরেটর, মোশারফ হোসেনের তরকারির দোকান এবং আনিসুর রহমান বাবুর ইলেকট্রিক ও প্লাস্টিক ফার্নিচারের দোকান।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনের লেলিহান শিখা দেখে আশপাশ থেকে লোকজন ছুটে যেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। একইসাথে যশোর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাত ৪টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন