শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে হোটেল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

যশোর প্রতিনিধি

যশোরে কোরবান আলী পচা (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা করেছে পিরু ও আমিরুল নামে দুই দুর্বৃত্ত। তিনি শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানান, শহরের আরএন রোডে পচার একটি খাবারের হোটেল আছে। বুধবার বেলা ১১টার দিকে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে দোকানে যাচ্ছিলেন। পথে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সেবাসংঘ স্কুলের সামনে পৌঁছুলে একই এলাকার পিরু ও আমিরুল তাকে ধরে উপযুপরী ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খুলনা  গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন