বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

শার্শা সীমান্তে ফেনসিডিল ও গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ সফিকুল মন্ডল (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাত ১০ টার সময় শিকারপুর গ্রামের বেতনা নদীর পাড় হতে তাকে আটক করা হয়। আটক সফিকুল মন্ডল ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার গঙ্গালিয়া গ্রামের নুর জালাল মন্ডল এর ছেলে।

যশোর ৪৯ বিজিবির আওতাধীন শিকারপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশরাফ হোসেন জানান, একটি গোপন খবরের ভিত্তিতে শিকারপুর সীমান্তের মেইন পিলার ২৮/৩ এস পিলার বাংলাদেশের বেতনা নদীর পাড় হতে ভারতীয় নাগরীক সফিকুল মন্ডলকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন