শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাঘারপাড়া বিএনপির সাবেক সেক্রেটারি তাহের পঞ্চম বারের মতো বহিষ্কার

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ার বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকীকে পঞ্চম বারের মতো দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবু তাহের সিদ্দিকী। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। উল্লে­খ্য, এর আগে আরও চার বার বিএনপি থেকে বহিষ্কার করা হয় আবু তাহের সিদ্দিকীকে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন