শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোর শহরতলীর বাহাদুরপুর মেহগিনিতলা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর মেহগিনিতলায় অজ্ঞাতনামা (৩৫) এক পুরুষ অচেতন অবস্থায় পড়ে ছিল। তাকে দেখতে পেয়ে উদ্ধার করে বাহাদুরপুর গ্রামের মুক্তিযোদ্ধা নওশের আলীর ছেলে তরিকুল ইসলাম যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনাম উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের চিহৃ দেখে সড়ক দুঘটনায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করেন কর্তব্যরত ডাক্তার। এরপর তার লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্ত করা হবে বলে ডাক্তার জানান। মরদেহে কালো চেকের লুঙ্গী, লাল সাদা প্রিন্টের শার্ট পরা ছিল।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন