যশোরে র্যাবের মোবাইল কোর্ট অভিযানে বিএসটিআইয়ের আইনে তিন জনকে ৪ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে যশোর কতোয়ালী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়াির) যশােরের কোতয়ালী মডেল থানাধীন বিসিক শিল্পনগরী ঝুমঝুম পুর এলাকায় মেসার্স ওরিয়েন্ট ফুড প্রডাক্টস এবং মেসার্স ওয়াসকো বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরীতে ও শেখ হাটি বাজারে মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিং এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে আড়পাড়ার হাবিবুল্লাহ বাসার এবং ৩নং পুলিশ লাইন্স পূর্ব গলি আহম্মদ ভিলার শেখ জিয়াউল রহমানকে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা এবং শেখহাটির মাহবুব ইসলামেক ৪০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে । রাতে র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।