শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে কলেজছাত্রী অপহরণ, থানায় মামলা

যশোর প্রতিনিধি

যশোরে কলেজছাত্রী অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে সাকিব হাসানকে অভিযুক্ত করা হয়েছে। অপহরণের ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডুমদিয়া মাইজপাড়া গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, তার মেয়ে নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করে। কলেজে আসা যাওয়ার পথে সাকিব হোসেন তাকে উত্যক্ত করাসহ খারাপ প্রস্তাব দিতো। এতে মেয়ে রাজি না হওয়ায় সাকিব ক্ষিপ্ত হয়ে অপহরণের সুযোগ খুঁজতে থাকে। গত ২৩ জানুয়ারি বিকেলে দত্তপাড়া টেলার্সে কাপড় তৈরি করার জন্য মেয়ে বাড়ি থেকে বের হয়। বিকেল পৌনে ৫টায় দত্তপাড়া বাজার জামে মসজিদের কাছে পৌঁছালে সাবিক হোসেনসহ তার সহযোগী অজ্ঞাত ২/৩ জন তাকে মাইক্রোবাসে তুলে যশোরের দিকে নিয়ে যায়। ভুক্তভোগীর মা রেহানা বেগম ও ভাই আসাদুজ্জামান ঘটনাটি দেখেন। এরপর অনেক স্থানে খোজাখুজি করেও মেয়ে উদ্ধার করতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন