যশোর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ঢাকায় আবেদনপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র রেন্টুসহ ৭ জন। দলীয় আরও কয়েকজন এ আবেদন জমা দেবেন বলে গুঞ্জন রয়েছে।
ঢাকা থেকে একাধিক সূত্র জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত ঢাকায় ধানমন্ডি কার্যালয়ে যশোর পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৭ জন আবেদনপত্র জমা দিয়েছেন। ধানমন্ডি-৩ এ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দলীয় কার্যালয়ে এ আবেদনপত্র জমা নেন কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন। এদিন পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া ৭ জন হলেন, যশোর পৌরসভার বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হায়দার গণি খান পলাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবীর কবু, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকছিমুল বারী অপু, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি কাজী আব্দুস সবুর হেলাল ও জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। আজকালের মধ্যে আবেদন ফরম জমা দেবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠুসহ আরো কয়েকজন বলে যশোরে দলীয় নেতাকর্মীদের মাঝে গুঞ্জন রয়েছে।
সোমবার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর আবেদন ফরম জমা দেয়ার সময় তার সাথে ছিলেন যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, মোস্তাক হোসেন, সফিকুল ইসলাম জুয়েলসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর আবেদন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান বাবলু প্রমূখ।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার আগে ৩১ জানুয়ারির মধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা করবে।
খুলনা গেজেট/এ হোসেন