শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শার্শায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্পের) একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন আমলাই গ্রামস্থ আমলাই কমিউনিটি ক্লিনিকের সামনে পাঁকা রাস্তার ওপর কতিপয় ব্যক্তি মাদকদ্যব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে শার্শা উপজেলার খলশী গ্রামের মো. শাহাদত সরদারের ছেলে মো. ডাবলু সরদারকে (৩২) ১০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত আসামীকে শার্শা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন চলছে বলে জানা গেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন