খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

যশোরে ঠিকাদারের কাছে চাঁদা দাবি : ছুরিকাঘাতের ঘটনায় মামলা

জাহিদ আহমেদ লিটন, যশোর

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি কমলাপুর সড়কে রাস্তার কাজে ঠিকাদারের কাছে মোটা অংকের চাঁদা চেয়ে দুই দফায় হামলা করে দেড়লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় চাঁদার দাবিতে একটি ঘরে অবৈধভাবে আটক করে রেখে মারপিটের এক পর্যায় ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি মডেল থানায় ৬  চাঁদাবাজের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের সিরাজের ছেলে বাচ্চু,সামাদ ঢালীর ছেলে রাজ্জাক,শহর মল্লিকের ছেলে নবাব আলী, আনছার ঢালীর ছেলে মুক্তার, মৃত আরশাদের ছেলে আনিছুর রহমান ও মৃত সোনা ঢালীর ছেলে শিপন ঢালীসহ অজ্ঞাতনামা ২/৩জন। যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে যশোর শহরতলী পালবাড়ী রয়েল কমিউনিটি সেন্টার মোড় মনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত ইউসুফ আলী মৃধার ছেলে সাবির আহমেদ বাদি হয়ে শুক্রবার ২২ জানুয়ারী রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, তার বড় ভাই মহিদুল ইসলাম মিন্ট মৃধা পেশায় একজন সরকারী ঠিকাদার ব্যবসায়ী। যশোর সদর উপজেলার জগহাটি কমলাপুর সড়কে ঠিকাদারীর কাজ পেয়ে গত ২ মাস পূর্ব হতে রাস্তার কাজ শুরু করে। চাঁদাবাজরা বিভিন্ন সময় উক্ত রাস্তার উপর কাজের সময় এসে মহিদুল ইসলামের কাছে চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে রাজী না হলে চাঁদাবাজরা মহিদুল ইসলামকে খুন জখমের হুমকী দেয়।

গত ১৯ জানুয়ারী বিকেল ৩ টায় জগহাটি রাস্তার দক্ষিণ মাথায় কাজ শুরুর প্রথম স্থানে এসে মহিদুল ইসলামের কাছে চাঁদার টাকা দাবি করে। বাচ্চু ওই দিন সহযোগী চাঁদাবাজদের সহযোগীতায় ঠিকাদারের কাছ থেকে জোর পূর্বক ৫০ হাজার টাকা চাঁদা স্বরুপ ছিনিয়ে নেয়। পরবর্তীতে ২১ জানুয়ারী সকাল ১০ টায় জগহাটি স্কুল মোড়ে কাজ চলার স্থানে কাজ দেখার জন্য মোটর সাইকেল যোগে ঠিকাদার মহিদুল ইসলাম হাজির হলে উক্ত চাঁদাবাজ সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে ঠিকাদার মহিদুল ইসলামের কাছে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। মহিদুল ইসলাম চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার সাথে থাকা শ্রমিক লেবারদের কাজ বন্ধ করে দেয়। বাচ্চু ধারালো চাকু দিয়ে মহিদুল ইসলামকে আঘাত করতে গেলে মহিদুল ইসলাম হেলমেট দিয়ে উক্ত আঘাত প্রতিহত করে।

এর পর উক্ত চাঁদাবাজরা মহিদুল ইসলামকে উক্ত স্থান হতে জোর পূর্বক জগহাটি স্কুলের একটি ঘরের মধ্যে নিয়ে অবৈধভাবে আটক করে। বাচ্চুর হুকুমে সহযোগীরা মহিদুল ইসলামকে আঘাত করে। বাচ্চু ধারালো চাকু দিয়ে ঠিকাদারের বাকের বাম পাশে কলারের নিচে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বাচ্চু মহিদুল ইসলামের পকেটে থাকা নগদ ১লাখ টাকা চাঁদা স্বরুপ ছিনিয়ে নেয়। ঘটনার সময় আশে পাশের লোকজন ও কাজের সাইড ম্যানেজার ঠেকাতে চেষ্টা করলে চাঁদাবাজরা মহিদুল ইসলামকে এ বিষয়ে কেস মামলা করলে খুন জখমের হুমকী দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় মহিদুল ইসলামকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!