শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মণিরামপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক

মণিরামপুর প্রতিনিধি

র‌্যাব-৬ যশোর সদস্যরা অভিযান চালিয়ে মণিরামপুরের রবিউল ইসলাম নামে এস সি- ৫১৮/১১ মামলার এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২১ জানুয়ারি রাত ৯টার দিকে যশোর কোতয়ালী থানাধীন ফতেপুর সন্ন্যাসী বটতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর এলাকার আরশাদ আলীর পুত্র।

আটক রবিউলকে শুক্রবার ২২ জানুয়ারি মণিরামপুর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন। তবে আদালত থেকে আটক রবিউলের কত দিনের সাজা প্রদান করা হয়েছে তা জানা যায়নি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন