Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরার মিলবাজারে চুরি

সাতক্ষীরা প্রতিনিধি

শহরতলীর মিলবাজারে দু’টি দোকানের টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর চক্রটি এ সময় ওই দু’টি দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ২৭ জুলাই ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তৃষ্ণা টেলিকম এর স্বত্বাধিকারী মিঠুন ব্যাণার্জী জানান, তার দোকারের টিনের চাল কাটা অবস্থায় দেখতে পান। এরপর তালা খুলে দেখেন ল্যাপটপ, মোবাইল, সিগারেটসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

প্রদীপ ডিজিটাল স্টুডিও এর স্বত্বাধিকারী প্রদীপ সরকার জানান, তার দোকানে এসে দেখেন চালের টিন কেটে নগদ সাড়ে ৫ হাজার টাকা, দু’টি বাটন মোবাইল ফোন, এক হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড, একটি ফ্লাশ গান, একটি ক্যামেরার ব্যাটারীসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল খোয়া গেছে।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন