শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার মণিরামপুর উপজেলার কুমারঘাটা বাজার, কালীবাড়ী বাজার ও নেহালপুর বাজারে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মণিরামপুরের কুমারঘাটা বাজারের ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় এক হাজার টাকা, রাশেদ এন্টারপ্রাইজে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা, কালীবাড়ী বাজারে মেসার্স আমেনা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, একইদিনে নেহালপুর বাজারে রুমা এন্টারপ্রাইজে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা ও ফাইভ স্টার বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, উৎপাদিত খাবারের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করায় আট হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন