শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

নওয়াপাড়ায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ড

যশোর প্রতিনিধি

যশোরের নওয়াপাড়ায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের বগিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের পাওয়ারকারটি ভস্মিভূত হয়েছে। শনিবার দিবাগত ভোররাতে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেলচলাচল স্বাভাবিক রয়েছে।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন রেজা জানান, রোববার ভোর সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এসময় ওই ট্রেনের পাওয়ারকারের বগিতে আগুন জ্বলতে দেখা যায়। কর্মীরা দ্রুত ট্রেন ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। এরপর নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পাওয়ারকারের বগিটি সম্পূর্ন পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে ট্রেনে অগ্নিকন্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে বলে তিনি জানান। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপণ করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন