বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে ট্রেনে কেটে যুবক নিহত

যশোর প্রতিনিধি

যশোরে ট্রেনে কেটে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বসুন্দিয়ার পাকেরগাতি পালপাড়া এলাকায়।

যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত বাবলু (৪০) যশোর শহরের ষষ্টিতলাপাড়ার মৃত সোবহান হাজির ছেলে। যশোর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গোয়ালন্দ একপেরেস ট্রেনের সাথে ধাক্কা লাগে বাবুলের। এসময় ট্রেনের নীচে পড়ে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। তখনো তিনি বেঁচে ছিলেন। ওই সময় তার অতিরিক্ত রক্ত ক্ষরণ হচ্ছিল। এর কয়েক মিনিটের মধ্যে মারা যান বাবুল। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত বাবলুর ভাগ্নে হাসিব জানায়, তিনি দীর্ঘদিন ঢাকায় ছিলেন। কয়েকদিন আগে ঢাকা থেকে যশোরে আসেন। বসুন্দিয়ায় বাবলুর ভগ্নিপতি আবু সাইদের কাছে যান। সেখানে নতুন একটি ব্যবসার জন্য দোকান নেন। সেই দোকানে রাতে রঙের কাজ করছিলেন বাবলু। কাজ শেষে রেললাইনের পাশে টিউবয়েলে হাতমুখ ধুতে গেলে তিনি দুর্ঘটনা কবলিত হন। তিনি আরও জানান, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে । ছেলে মেয়ে নিয়ে স্ত্রী ফুলতলায় তার বাবার বাড়িতে থাকেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন