বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোর থেকে ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি

যশোরের খয়েরতলা বাসস্ট্যান্ড জিয়াদ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা মিনারুল (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। তিনি পাসপোর্ট ও ভিসা ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশ করেন। মিনারুল ভারতের লালবাগ মুর্শিদাবাদ ইসলামপুর থানার মুক্তারপুর দামাদারপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

থানা সূত্র জানিয়েছে, যশোর কোতোয়ালির এসআই খান মাইদুল ইসলাম রাজিব জরুরি ডিউটির সময় বেতার বার্তায় জানতে পান ভারতীয় নাগরিকের অনুপ্রবেশের কথা। এরপর ৯ জানুয়ারি রাত সাড়ে ১০টায় খয়েরতলা বাসস্ট্যান্ড জিয়াদ হোটেলের সামনে অভিযান চালিয়ে মিনারুলকে আটক করা হয়। এসময় বিশেষ শাখার গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন। তাকে পাসপোর্ট ও ভিসা ছাড়া এদেশে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়। তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন