খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

মণিরামপুরে চা দোকানী হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে চা দোকানী জালাল কারিকর (৫৫) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। যার মণিরামপুর থানার মামলা নং-৭। বাদী হয়েছেন নিহতের স্ত্রী শাহিদা বেগম।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, চা দোকানী জালাল নিহতের ঘটনায় রহস্যউদঘাটনে তিনি নিজেই শুক্রবার ৮ জানুয়ারি নিহতের এলাকায় ছিলেন। কিন্তু এখনও পর্যন্ত হত্যাকান্ডের কারণ জানা যায়নি।

এদিকে, চা দোকানী জালাল হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভগ্নিপতি আতিয়ার, বোন সালেহা ও ভাগ্নে রাজুকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেফাজতে নিলেও জিজ্ঞসাবাদ শেষে তাদেরকে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, পুলিশ বৃহস্পতিবার ৭ জানুয়ারি সকালে উপজেলার খালিয়া গ্রামের মৃত আজিবর কারিকরের পুত্র চা দোকানী জালাল কারিকরের মরদেহ বাড়ির নিকটবর্তী একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!