শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শার্শায় ফেনসিডিলসহ আইনজীবী আটক

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার বিকালে টেংরা গ্রাম থেকে ২২ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ অ্যাডভোকেট মিজানুর রহমান বিপ্পব (৪৬) কে আটক করেছে। সে যশোর কোতয়ালী থানার আব্দুল হালিম রোডের ষ্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর কোর্টের আইনজীবী বলে পুলিশ নিশ্চিত করেছেন।

যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন ফেনসিডিল ব্যবসায়ি মটরসাইকেল যোগে যশোরের দিকে যাবে।

এ ধরনের সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে জানা যায় তিনি যশোর জজ কোর্টের একজন আইনজীবী। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন