শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের একটি বিলের পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গ্রামবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ইউনিয়নের দশপাখিয়া বিলের একটি পুকুরের মধ্যে নারীর লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানায় এস আই রাজ কিশোর পাল ঘটনাস্থলে আসেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। এসময় অজ্ঞাত নারীর পরিচয় কেউ জানতে পারেনি। বেশ কিছুদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরের পানিতে লাশ ফেলে দিয়েছে বলে স্হানীয়দের ধারণা।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, অজ্ঞাত নারীর লাশ কমপক্ষে একমাসের পুরনো। কারা কিভাবে কেন তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত শুরু করেছে থানা পুলিশ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন