শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

যশোর প্রতিনিধি

যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজারে মোটর সাইকেলের ধাক্কায় ভ্যানচালক খায়রুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খাইরুল ইসলাম সদর উপজেলা নারাঙ্গালী গ্রামের মৃত কুদরত আলী ছেলে।

এলাকাবাসী জানিয়েছেন, এদিন সকাল নটার দিকে খায়রুল ইসলাম তার ভ্যান চালিয়ে বাড়ি থেকে পুলেরহাট বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নতুনহাট বাজারে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় তিনি মারা যান।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন