বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

যশোর প্রতিনিধি

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওয়ালিদ হাসান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে শার্শা উপজেলার জাহাঙ্গীরপুর বকুলতলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওয়ালিদ চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে। সে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
নিহতের মামা আনোয়ার হোসেন জানান, জাহাঙ্গীরপুর বাজার থেকে মুরগি কিনে ওয়ালিদ বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে বকুলতলামোড়ে পৌঁছোলে ইটবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তার ওপরে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনজুমান সাদিয়া শিশুকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন