শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে ভ্যান চালক খুন

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় ইদ্রিস আলী (৩৫) নামে এক ভ্যান চালক খুন হয়েছে। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, নিহত ইদ্রিস আলী কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের শ্রীফলা গ্রামের শাহাবুদ্দিন সরদারের ছেলে। বৃহস্পতিবার বিকালে তিনি বাড়ি থেকে ভ্যান নিয়ে বেরিয়ে যান। এরপর তার খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে গ্রামবাসী খেতে কাজ করার সময় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গ্রামের একটি ধানক্ষেত (পাতো) থেকে তার লাশ উদ্ধার করেছে।

কেশবপুর থানার ওসি জানিয়েছেন ছিনতাইকারীরা তাকে খুন করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে। অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন