যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি মোশারফ হোসেন (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। তিনি জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, মোশারফ হোসেন খুলনা জেলার ফুলতলা থানার ঢাকুরিয়া গ্রামের আব্দুল মোলার ছেলে। তার কয়েদী নম্বর-৩৫১৬/এ। তিনি ফুলতলা থানার একটি হত্যা মামলার (জিআর/৮৯) আসামি।
২০০৭ সালের ২৯ এপ্রিল খুলনা আদালতের বিজ্ঞ দায়রা জজ মোশারফ হোসেনকে ৩০ বছর সশ্রম কারাদন্ড দেয়। ওই মামলায় তার দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদন্ড ও অপর একটি ধারায় আরও পাঁচশ’ টাকা জরিমানা অনাদায়ে ১বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
জেলার তুহিন কান্তি খান আরো বলেন, এ হত্যা মামলায় মোশারফ হোসেন খুলনা কারাগারে আটক ছিলেন। চলতি বছরের ৮ মার্চ তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এখানে সম্প্রতি তিনি জ্বর, সর্দি, কাশিজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশীদ বলেন, হাসপাতালে আনার আগেই মোশারফ হোসেনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টের কারনে তিনি মারা গেছেন। লাশের ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খুলনা গেজেট/কেএম