শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

যশোর শহরের আরবপুর এলাকায় মৎস্য ব্যবসায়ী আমিনুর রহমান বিষেকে (৪০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ওই এলাকার মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আরবপুর মোড়ের আসলামের হোটেলের সামনে একদল চিহ্নিত সন্ত্রাসী তার ওপর এ হামলা চালায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, এদিন বিকেল ৪টার দিকে মৎস্য ব্যবসায়ী আমিনুর রহমান বিষে আসলামের হোটেলের সামনে দাড়িয়ে ছিল। এসময় ৫/৭ জনের একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানিয়েছে, এলাকায় বালি উত্তোলন সংক্রান্ত ব্যবসা নিয়ে তার সাথে অপর একটি গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, হত্যার পরই পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনীদের আটকে তারা অভিযান চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন