শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ভারতে থেকে দেশে ফিরল ১৯ নারি-পুরুষ

শার্শা প্রতিনিধি

দুই বছর সাজা ভোগের পর ভারত থেকে দেশে ফিরল ১৯ বাংলাদেশি নারী-পুরুষ । রোববার সন্ধ্যায় ফিরে আসা নারী-পুরুষদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, অভাবের তাড়নায় দালালের খপ্পড়ে পড়ে ২০১৮ সালে অবৈধ পথে ভারতে যায় ভুক্তভোগিরা। ভারতের মুম্বাই শহরে গৃহকর্মীর কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামক একটি এনজিও সংস্থা তাদের মুক্ত করে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

ফেরৎ আসারা হলেন, মরিয়ম খাতুন (২৩), ফাতিমা আক্তার (২৫),খাদিজা পারভিন (২৭), সোনিয়া বেগম (৩০), শেফালি খাতুন (৪০), শারমিন খাতুন (২৫), রিমা বেগম (২০), তানিয়া খানম (২৪) রহিমা খাতুন (২৩),নাসরিন (২১) বিউটি খাতুন (২৫) রুনা বেগম (২৪), রোমেনা খানম (২৮),শিল্পি বেগম (২৭),আসমা (২২) পলি খানম (২৬), আফরোজা খাতুন (২৮), আজাদুল উসলাম (২৫) ও রুবেল রানা (২৪)।

এদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে যশোর রাইটস ৫ জন ও জাস্টিস এন্ড কেয়ার ১৪ জনকে গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন